সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ATEO Job Circular 2024
সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Assistant Thana Education Officer ATEO Job Circular 2024) কর্তৃপক্ষ হতে ২৭ জুন ২০২৪ ইং প্রকাশ হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোট ১৫৯ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০১টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে। অনলাইনে https://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম ( Application Form ) পূরণ করা লাগবে। অনলাইনে আবেদন চলবে ০১ জুলাই ২০২৪ ইং রাত ১২:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ০৮ আগস্ট ২০২৪ ইং সন্ধ্যা ৬:০০ ঘটিকায়। নিচে ATEO Job Circular 2024 সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সার্কুলারের গুরুত্বপূর্ণ সময় প্রকাশের দিন বা সময়: ২৭ জুন ২০২৪ ইং। আবেদন করার শুরুর দিন: ০১ জুলাই ২০২৪ ইং। আবেদন করার শেষ দিন: ০৮ আগস্ট ২০২৪ ইং। সার্কুলারে মোট শূন্য পদ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোট ০১টি জব ক্যাটাগরি পদে ১৫৯ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে। Assistant ...